• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভার্চুয়াল হাইকোর্টে জামিন পাননি সংগ্রাম সম্পাদক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মে ২০২০, ১৩:৪০
Sangram editor did not get bail in the virtual high court
ভার্চুয়াল হাইকোর্টে জামিন পাননি সংগ্রাম সম্পাদক, ছবি: সংগৃহীত

জামায়া‌তের মুখপাত্র ‘দৈনিক সংগ্রাম’ সম্পাদক আবুল আসাদকে জামিন দেননি আদালত। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় বুধবার (১৩ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে ভিডিও কনফারেন্সে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন হাইকোর্টের জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন ও শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মোমতাজ উদ্দিন ফকির।

শুনানি শেষে আইনজীবী শিশির মনির জানান, আদালত জামিন দেননি। আবেদনটি নিয়ে নিয়মিত বেঞ্চে (ছুটি শেষে আদালত খোলার পর) যেতে বলেছেন।

মু‌ক্তিযু‌দ্ধে মানবতা‌বি‌রোধী অপরা‌ধের দা‌য়ে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া জামায়াত নেতা কাদের মোল্লাকে গত বছরের ১২ ডি‌সেম্বর সংগ্রা‌মের প্রতি‌বেদ‌নে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করা হয়। ওই সংবাদ প্রকাশের জেরে মোহাম্মদ আফজাল নামে একজন মুক্তিযোদ্ধা সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে রাজধানীর হাতিরঝিল থানায় ডি‌জিটাল নিরাপত্তা আই‌নে একটি মামলা দায়ের করেন।