• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

জীবন ধারণের জন্য সুপ্রিমকোর্টের ২৮শ আইনজীবীর ঋণের আবেদন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ এপ্রিল ২০২০, ১৪:৩৪
জীবন ধারণের জন্য সুপ্রিমকোর্টের ২৮শ আইনজীবীর ঋণের আবেদন
ফাইল ছবি

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে কোর্ট বন্ধ রয়েছে। তাই আয় রোজগারের পথ বন্ধ আইনজীবীদের। এ অবস্থায় জীবন ধারণের জন্য ঋণ চেয়ে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতিতে আবেদন করেছেন সমিতির ২ হাজার ৮০০ সদস্য।

আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

তিনি বলেন, বর্তমানে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির ১০ হাজার সদস্যে রয়েছেন। তার মধ্যে ২ হাজার ৮০০ জন সদস্য ঋণের জন্য আবেদন করেছেন। আমরা তাদের আবেদন যাচাই বাছাই করবো। তারপর ঋণ দেয়ার জন্য পরবর্তী প্রক্রিয়া শুরু করবো।

তিনি বলেন যারা আবেদন করেছেন কমিটির পক্ষ থেকে প্রত্যেক সদস্যের সঙ্গে যোগাযোগ করা হবে। তারপর প্রয়োজনীয়তা অনুসারে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সরকারি সাধারণ ছুটির সঙ্গে মিল রেখে দেশের সব আদালত বন্ধ রয়েছে। দীর্ঘ দিন আদালত বন্ধ থাকায় আইনজীবীদের আয় রোজগারও বন্ধ রয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সড়কে শৃঙ্খলা জোরদারে বিআরটিএ’র নতুন সিদ্ধান্ত
পরীমণিকে আদালতে হাজির হতে সমন জারি
বিএনপি নেতা হাবিব কারাগারে
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
X
Fresh