• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নকল মোবাইল ফোন বিক্রি করায় ৪৫ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০২০, ১০:৩১
নকল মোবাইল ফোন বিক্রি ৪৫ লাখ টাকা জরিমানা
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে সোমবার অভিযান শুরু হয়, ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন বিক্রি ও মজুদ করার অপরাধে ৪৫ লাখ টাকা জরিমানা ও চার জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া তিনটি দোকান সিলগালা করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)-এর ভ্রাম্যমাণ আদালত।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলমের নেতৃত্বে সোমবার দুপুর ১টা থেকে শুরু হয়ে এ অভিযান শেষ হয় রাত সাড়ে ১০টায়। যৌথভাবে অভিযান পরিচালনা করেন বিটিআরসি ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম বলেন, বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন বিক্রি ও মজুদ করার অপরাধে মার্কেটে ৪৫ লাখ টাকা জরিমানা ও চার জনকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানকালে ৩ হাজার ৮৬৪টি নকল মোবাইল ফোন জব্দ করা হয়। এছাড়া তিনটি দোকান সিলগালা করা হয়েছে।

তিনি আরও বলেন, অবৈধভাবে আসা মোবাইলগুলো ব্যবহার করে ক্রেতারা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি সরকার হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব। পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বৈধ মোবাইল বিক্রেতারাও।
পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘোড়াঘাটে ৬ মোটরসাইকেল আরোহীকে জরিমানা
জরিমানা থেকে বাঁচলেন নেইমার
ঈদের দিন উচ্চস্বরে গান-বাজনা করায় জরিমানা
চুয়াডাঙ্গায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ৮৮ হাজার টাকা জরিমানা
X
Fresh