• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৫:৩০
ডিস ব্যবসায়ী হত্যায় ৯ জনের যাবজ্জীবন
আদালত

২৪ বছর আগে রাজধানীর মিরপুরে কামাল পাশা ওরফে দিপু (২৩) নামে এক ডিশ ব্যবসায়ী হত্যা মামলায় নয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মনির কামাল এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন নাছিম, আব্দুল মালেক, জয়নাল আবেদীন, ইকবাল হোসেন, জোহরা হক, ইয়াছিন, আবুল হাসেম, দুলাল ড্রাইভার ও সেলিম। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আটজন পলাতক। গ্রেফতার থাকা একমাত্র আসামি নাছিম রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আদালত পলাতক আসামিদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যু করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ১৯৯৬ সালের ১৩ জানুয়ারি রাতে রাজধানীর মিরপুরের দ্বিতীয় কলোনি মাজার রোডের মজিবর রহমানের দোকানের সামনে রাত সাড়ে আটটার দিকে একটি বেবিট্যাক্সিতে ৩ জন অজ্ঞাত যুবক আসে। যাদের মধ্যে একজন কিছু বুঝে ওঠার আগেই ছুরি দিয়ে দিপুর বুকের নিচে বাম পাশে আঘাত করে। এরপর যুবকরা বেবিট্যাক্সিতে করে চলে যায়। পরে দিপুকে ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা রমনা থানায় হত্যা মামলা করেন। ২০০৩ সালের ২ অক্টোবর মামলাটি তদন্তের পর সিআইডির ইন্সপেক্টর মো. নাসির উদ্দিন পাইক আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় হত্যা মামলায় একজনের যাবজ্জীবন 
বিশ্ববিদ্যালয় ছাত্র আব্দুর রহিম হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন
১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
ছেলেকে হত্যার দায়ে সৎ মায়ের যাবজ্জীবন
X
Fresh