• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

পঞ্চগড়ে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে কারাদণ্ড

পঞ্চগড় প্রতিনিধি

  ২৪ জানুয়ারি ২০২০, ২৩:৩৫
পঞ্চগড় বালি উত্তোলন কারাদণ্ড

পঞ্চগড়ে অবৈধভাবে বালি উত্তোলনের অপরাধে কলিম উদ্দিন (২৪) নামে এক স্কেভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৪ জানুয়ারি) বিকেলে পঞ্চগড় শহরের আহম্মদনগর এলাকায় করতোয়া নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত কলিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা উপজেলার আব্দুল মান্নানের ছেলে।

জানা যায়, ইজারাদার আলমগীর কবিরের স্কেভেটর দিয়ে অবৈধভাবে করতোয়া নদীতে কলিম বালি উত্তোলন করলে এসময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে স্কেভেটর চালককে বালু ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা অনুযায়ী ওই স্কেভেটর চালককে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার পঞ্চগড় এক্সপ্রেসের বগি লাইনচ্যুত
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ : স্টোর কিপারের ৩ বছরের কারাদণ্ড
সাংবাদিককে কারাদণ্ড : প্রতিমন্ত্রীকে অবহিত করলেন প্রধান তথ্য কমিশনার        
সাংবাদিককে কারাদণ্ডের ঘটনায় অনুসন্ধান প্রতিবেদন জমা
X
Fresh