• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নকল মোবাইল ফোন সেট বিক্রি: ১৬ লাখ টাকা জরিমানা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ ডিসেম্বর ২০১৯, ১১:০৬
নকল মোবাইল ফোন ১৬ লাখ জরিমানা

বিভিন্ন ব্র্যান্ডের নকল মোবাইল ফোন সেট বিক্রির অপরাধে একজনকে ২ বছরের কারাদণ্ড এবং ১৩টি দোকান মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর উত্তরার আমির ও রাজলক্ষ্মী কমপ্লেক্সে অভিযান চালিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই জরিমানা ও কারাদণ্ড প্রদান করা হয়।

দুপুর থেকে শুরু হওয়া র‍্যাব-১ এর অভিযান রাত ১১টা পর্যন্ত চলে। এতে সহযোগিতা করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরার আমির ও রাজলক্ষ্মী কমপ্লেক্সে অভিযান চালানো হয়। এসময় নানা অনিয়মের সঙ্গে জড়িত থাকায় ১৩টি দোকান মালিককে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়। একজনকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

র‌্যাব-১ এর পক্ষ থেকে জানানো হয়, এদিন অভিযানের মাধ্যমে বিভিন্ন ব্যান্ডের নকল ১৬০টি মোবাইল ফোন ও ৭টি ট্যাব জব্দ করা হয়। জব্দ হওয়া নকল মোবাইল ফোন ও ট্যাব ধ্বংস করে দেওয়া হবে। এছাড়াও দুটি দোকান সিলগালা করা হয়।

পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নকল পণ্য সরবরাহের অভিযোগ, ২ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে দুই টেক্সটাইল মিলকে ৫০ হাজার টাকা জরিমানা
১২৫ প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা করল ভোক্তা অধিদপ্তর
পচা ডিম দিয়ে ইফতার তৈরি, ৩ হোটেলকে জরিমানা
X
Fresh