• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

শপথ নিলেন হাইকোর্টের অতিরিক্ত নয় বিচারপতি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ অক্টোবর ২০১৯, ১১:৫০
শপথ নয় বিচারপতি
শপথ নেওয়া হাইকোর্টের নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি, ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নবনিযুক্ত অতিরিক্ত নয় বিচারপতি শপথ নিয়েছেন। সোমবার সকালে সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথ পড়ান।

শপথ গ্রহণের পর তাদের নিয়োগ কার্যকর হয়। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা।

রাষ্ট্রপতি তাদের নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত দেয়ার পর রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি দুই বছরের জন্য তাদের নিয়োগ দিয়েছেন।

নবনিযুক্ত নয় অতিরিক্ত বিচারপতি হলেন- মুহম্মদ মাহবুব-উল-ইসলাম, শাহেদ নূরউদ্দিন, ড. মোঃ জাকির হোসেন, ড. মোঃ আখতারুজ্জামান, মোঃ মাহমুদ হাসান তালুকদার, কাজী ইবাদত হোসেন, কে এম জাহিদ সারওয়ার, এ কে এম জহিরুল হক ও কাজী জিনাত হক। নতুন নয়জনকে নিয়ে হাইকোর্টে বিচারকের সংখ্যা দাঁড়াল ১০০ জনে।

আরো পড়ুন

পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কেউ খোঁজ রাখে না একাত্তরের শপথের পেছনের কারিগরদের
শপথ নিলেন কুমিল্লা ও ময়মনসিংহ সিটির মেয়র
জঙ্গিবাদ নির্মূলের শপথ শাহবাজ শরীফের
শপথ নিয়েছে শাহবাজ শরিফের নতুন মন্ত্রিসভা
X
Fresh