• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পায়ের কাছে ঘুমোতে বাধ্য করায় অমিত খুন

আরটিভি অনলাইন রিপোর্ট, চট্টগ্রাম

  ১১ জুন ২০১৯, ১৭:৩৫
ছবি-সংগৃহীত

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে সন্ত্রাসী অমিত মুহুরী খুনের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন এ মামলার আসামি রিপন নাথ।

আজ মঙ্গলবার (১১ জুন) দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. মহিউদ্দিন মুরাদের আদালতে এ জবানবন্দি নেয়া হয়। জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

তদন্তকারী কর্মকর্তা নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আজিজ আহমেদ আরটিভি অনলাইনকে বলেন, মামলার একমাত্র আসামি রিপন নাথ জবানবন্দিতে জানিয়েছেন, ঘটনার রাতে অমিত মুহুরীর সঙ্গে ঘুমানোর জায়গা নিয়ে তার গণ্ডগোল হয়। অমিত তাকে পায়ের কাছে ঘুমোতে বাধ্য করে। পরে সে রাগের মাথায় তিনি অমিতকে ইট দিয়ে আঘাত করে।

গেল ২৯ মে রাত ১১টার দিকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে অমিতকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ৩০ মে নগরীর কোতোয়ালী থানায় রিপন নাথকে আসামি করা মামলা করেন চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh