• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

হাইকোর্টের নির্দেশে নিষিদ্ধ যে ৫২ পণ্য

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ মে ২০১৯, ২০:৫৮
ফাইল ছবি

বাংলাদেশ স্ট্যান্ডার্স অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশনের (বিএসটিআই) পরীক্ষায় নিম্নমান প্রমাণিত হওয়ায় বিভিন্ন প্রতিষ্ঠানের নামি-দামি ব্র্যান্ডের ৫২ পণ্য জব্দ, ধ্বংস ও উৎপাদন বন্ধের নির্দেশ দিয়েছেন আদালত।

আজ রোববার দুপুরে বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

যেসব পণ্য প্রত্যাহারের আদেশ দেওয়া হয়েছে, সেগুলো হলো- ১. তীর সরিষার তেল, ২. জিবি সরিষার তেল, ৩. পুষ্টি সরিষার তেল, ৪. রূপচাঁদা সরিষার তেল, ৫. সান চিপস, ৬. আরা ড্রিংকিং ওয়াটার, ৭. আল সাফি ড্রিংকিং ওয়াটার, ৮. মিজান ড্রিংকিং ওয়াটার, ৯. মর্ন ডিউ ড্রিংকিং ওয়াটার, ১০. ডানকান ন্যাচারাল মিনারেল ওয়াটার, ১১. আর আর ডিউ ড্রিংকিং ওয়াটার, ১২. দিঘী ড্রিংকিং ওয়াটার, ১৩. প্রাণ লাচ্ছা সেমাই, ১৪. ডুডলি নুডলস, ১৫. টেস্টি তানি তাসকিয়া সফট ড্রিংক পাউডার, ১৬. প্রিয়া সফট ড্রিংক পাউডার, ১৭. ড্যানিশ হলুদ গুঁড়া, ১৮. প্রাণ হলুদ গুঁড়া, ১৯. ফ্রেশ হলুদ গুঁড়া, ২০. এসিআই পিওর ধনিয়া গুঁড়া, ২১. প্রাণ কারী পাউডার, ২২. ড্যানিস কারী পাউডার, ২৩. বনলতা ঘি, ২৪. পিওর হাটহাজারির মরিচগুঁড়া, ২৫. মিষ্টিমেলা লাচ্ছা সেমাই, ২৬. মধুবন লাচ্ছা সেমাই, ২৭. মিঠাই লাচ্ছা সেমাই, ২৮. ওয়েল ফুড লাচ্ছা সেমাই, ২৯. এসিআই আয়োডিনযুক্ত লবণ, ৩০. মোল্লা সল্টের আয়োডিনযুক্ত লবণ, ৩১. কিং ময়দা, ৩২. রূপসা ব্র্যান্ডের দই, ৩৩. মক্কা চানাচুর, ৩৪. মেহেদি বিস্কুট, ৩৫. বাঘাবাড়ী স্পেশাল ঘি, ৩৬. নিশিতা ফুডসের সুজি, ৩৭. মধুফুলের লাচ্ছা সেমাই, ৩৮. মঞ্জিল ফুডের হুলুদ গুঁড়া, ৩৯. মধুমতি আয়োডিনযুক্ত লবণ, ৪০. সান ব্র্যান্ডের হলুদগুঁড়া, ৪১. গ্রীনলেনের মধু, ৪২. কিরণ লাচ্ছা সেমাই, ৪৩. ডলফিন মরিচগুঁড়া, ৪৪. ডলফিন হলুদগুঁড়া, ৪৫. সূর্য মরিচের গুঁড়া, ৪৬. জেদ্দা লাচ্ছা সেমাই, ৪৭. অমৃত লাচ্ছা সেমাই, ৪৮. দাদা সুপার আয়োডিনযুক্ত লবণ, ৪৯. তিনতীরের আয়োডিনযুক্ত লবণ, ৫০. মদিনা, স্টারশীপের আয়োডিনযুক্ত লবণ, ৫১. তাজ আয়োডিনযুক্ত লবণ, ৫২. নূর স্পেশাল আয়োডিন যুক্ত লবণ।

পি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh