• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জামিনে মুক্তি পেলেন ব্যারিস্টার মইনুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ জানুয়ারি ২০১৯, ২৩:৫৫

মানহানির মামলায় গ্রেপ্তার হওয়া সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।

রোববার রাত ৯টার দিকে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল থেকে বেরিয়ে আসেন।

আদালতের নির্দেশে বিএসএমএমইউ’তে চিকিৎসাধীন ছিলেন মইনুল হোসেন। সেখান থেকেই তিনি মুক্তি লাভ করেন।

এর আগে গত ১৩ জানুয়ারি মানহানির অভিযোগে বিভিন্ন আদালতে করা মামলায় মইনুল হোসেনকে জামিন দেন হাইকোর্ট। আদালত থেকে জামিনের সত্যায়িত অনুলিপি কারাগারে জমা দেয়ার পর যাচাই-বাছাই শেষে রোববার রাত ৯টার দিকে তাকে মুক্তি দেয়া হয়।