• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভিকারুননিসার দুই শিক্ষকের জামিন

অনলাইন ডেস্ক
  ১৪ জানুয়ারি ২০১৯, ১৮:২২

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী অরিত্রী অধিকারীর আত্মহত্যার প্ররোচনা দেয়ার অভিযোগের মামলায় দুই শিক্ষকের জামিন দিয়েছেন আদালত। তারা হলেন- অধ্যক্ষ নাজনীন ফেরদৌস ও প্রভাতী শাখার সাবেক প্রধান জিন্নাত আরা।

আজ (সোমবার) দুপুরে ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক রাজেশ চৌধুরী এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাদের পাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন। পুলিশি প্রতিবেদন জমা না হওয়া পর্যন্ত ভিকারুননিসার অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং প্রভাতী শাখার প্রধান জিন্নাত আরার জামিন মঞ্জুর করেন।

এ নিয়ে মামলার এজহারভুক্ত তিনজনের জামিন মঞ্জুর হলো। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। মামলার তদন্ত প্রতিবেন দাখিলের জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য রয়েছে।