• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুই যুগ আগের হত্যা মামলায় ১৩ জনের ফাঁসি

স্টাফ রিপোর্টার রিপোর্টার, গাজীপুর

  ২৩ এপ্রিল ২০১৮, ১৩:৪৮

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিল্লাল ওরফ বিলু হত্যা মামলায় ১৩ জনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এছাড়া মৃত্যুদণ্ডের পাশাপাশি বিচারক প্রত্যেককে দশ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

সোমবার দুপুর সোয়া ১২টায় গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. ফজলে এলাহী ভূইয়া এ আদেশ দেন। রায় ঘোষণার সময় সাত আসামি আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা পলাতক।

আদালতের অতিরিক্ত পিপি মকবুল হোসেন কাজল জানান, ১৯৯৫ সালে কালীগঞ্জের ঈশ্বরপুর গ্রামে বিল্লাল হোসেন বিলুকে (৪৫) হত্যা করেন আসামিরা। এ ঘটনায় তার স্ত্রী কালীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে ১৩ জনের নামে আদালতে অভিযোগপত্র দিলে বিচারক অভিযোগ গঠন করে বিচার শুরু করে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
ফরিদপুরে স্কুলশিক্ষার্থী অন্তর হত্যায় ৩ জনের ফাঁসি
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
সোনারগাঁয়ে ফয়সাল হত্যা মামলায় একজনের ফাঁসি
X
Fresh