• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মুক্তিযোদ্ধারা সরকারি চাকরির সুবিধা পাবেন ৬১ বছর বয়স পর্যন্ত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ এপ্রিল ২০১৮, ২১:৪৬

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের বয়সসীমা ৬০ বছর যথেষ্ট নয়।মুক্তিযোদ্ধারা ৬১ বছর পর্যন্ত সরকারি চাকরির সকল সুবিধা পাবে। গণকর্মচারী (অবসর) আইনে ২০১৩ এর আনা সংশোধনী অবৈধ ও বাতিল ঘোষণা করেছেন হাইকোর্ট।

আজ বুধবার বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাই কোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালত বলেছেন, মুক্তিযোদ্ধাদের অবসরের বয়সসীমা ৬১ হওয়া উচিত ছিল। আইনে তার বদলে ৬০ বছর করা হয়েছে, যা সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক।

অবসরের বয়সসীমা বাড়ানো নিয়ে মুক্তিযোদ্ধাদের করা একটি রিট আবেদনের বিচার শেষে আদালত এ রায় দেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : গুগল, ফেসবুক, ইউটিউবের বিরুদ্ধে হাইকোর্টে রিট
--------------------------------------------------------

আদালতে রিটকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান ও গাজী মোস্তাক আহমেদ। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ এস এম নাজমুল হক।

রায়ের পর গাজী মোস্তাক আহমেদ সাংবাদিকদের বলেন, যে মুক্তিযোদ্ধারা এখনও সরকারি চাকরিতে আছেন, এ রায়ের ফলে তারা ৬১ পর্যন্ত চাকরির সুবিধা ভোগ করতে পারবেন।

তবে রিটকারীদের অপর আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান বলেন, চাকরিতে থাকা মুক্তিযোদ্ধারা ৬১ বছর চাকরির সুবিধা পাবেন কিনা, সেখানে পর্যালোচনার বিষয় রয়েছে। তবে মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে চাকরির অবসরের বয়সসীমা ৬১ বছর করা উচিৎ ছিল বলে মত দিয়ে ওই আইনের ৬০ বছরের সংশোধনী যেটা সরকার করেছিল সেটা আদালত অবৈধ বলে বাতিল করেছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদে সরকারি চাকরিজীবীদের সমান ছুটি পাবেন শ্রমিকরা
যুদ্ধাহত ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারে ফল-মিষ্টি পাঠালেন প্রধানমন্ত্রী
সরকারি চাকরিজীবীদের জন্য সর্বজনীন পেনশন বাধ্যতামূলক হচ্ছে
সরকারি চাকরিজীবীদের সম্পদ বিবরণী নিয়ে টিআইবির উদ্বেগ
X
Fresh