• ঢাকা বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১
logo

সালমান-আনিসুলের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে রাজি হননি 

আরটিভি নিউজ

  ১৪ আগস্ট ২০২৪, ১৯:৫৮
সালমান-আনিসুলের পক্ষে কোনো আইনজীবী শুনানিতে রাজি হননি 
সংগৃহীত ছবি

হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদের আদালত ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তবে রিমান্ড আবেদনে শুনানির সময় আসামিদের পক্ষে কোনো আইনজীবী শুনানি করতে রাজি হননি বলে জানা গেছে।

এর আগে, এদিনে সন্ধ্যায় আসামিদের ঢাকার সিএমএম আদালত চত্বরে আনা হয়। এ সময় তাদের লক্ষ্য করে ডিম নিক্ষেপ করা হয়। রিমান্ড শুনানি শেষে তাদের হাজতখানায় নেওয়ার সময়ও ডিম ও জুতা নিক্ষেপ করা হয়।

নৌপথে পালানোর সময় মঙ্গলবার (১৩ আগস্ট) রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মধ্যরাতে তাদের ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

পুলিশ জানায়, কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে গত ১৬ জুলাই ঢাকা কলেজের সামনে সংঘর্ষে দুজন নিহত হন। এদের মধ্যে একজন ছাত্র এবং একজন হকার। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলা হয়। এসব হত্যায় ইন্ধনদাতা হিসেবে এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, ছাত্রজনতার ব্যাপক আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপরই সরকারের অনেক মন্ত্রী-এমপি ও প্রভাবশালীরা গা ঢাকা দেন। তাদের কেউ কেউ দেশ ছাড়েন বলেও খবর পাওয়া গেছে।

মন্তব্য করুন

Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিবলী-খোকনসহ ৫ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
‘মানুষ যখন পশু হয়ে যায় তখন তার জীবন কেড়ে নেওয়াই শ্রেয়’
শাকিবের মামলা খারিজ, চলছে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি
নির্বাহী ম্যাজিস্ট্রেট ঊর্মিকে আদালতে হাজির হতে সমন জারি