• ঢাকা সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ ভাদ্র ১৪৩১
logo

কারাগার থেকে মুক্তি পেলেন আরও ৭ পরীক্ষার্থী

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৯:৫৪

কোটা আন্দোলন ঘিরে সহিংসতায় মামলায় গ্রেপ্তার আরও ৭ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে জামিনে মুক্ত পেয়েছেন।

শনিবার (৩ আগস্ট) গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তারা।

বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় হাই সিকিউরিটি কারাগারের জেল সুপার সুব্রত কুমার বালা জানান, শনিবার সকালে চারজন এবং বিকেলে আরও তিনজন পরীক্ষার্থীকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, এসব শিক্ষার্থীরা নরসিংদী কারাগার থেকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে এসেছিলেন। তাদের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে শনিবার মুক্তি দেওয়া হয়েছে।

জামিনে মুক্ত এসব শিক্ষার্থীকে তাদের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে বলেও জানান সুব্রত কুমার।

এর আগে, শুক্রবার (২ আগস্ট) রাতে গ্রেপ্তার ৩৫ জন এইচএসসি পরীক্ষার্থী কারাগার থেকে মুক্ত হোন।

মন্তব্য করুন

Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিম্ন আদালতের ২২৪ বিচারককে বদলি
শুরু হচ্ছে হতাহতদের তথ্য সংগ্রহ
বদির ভাতিজা শাহজাহান ঢাকায় গ্রেপ্তার
নিম্ন আদালতের ১৬৮ বিচারককে একযোগে বদলি