• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা এ্যানি

আরটিভি নিউজ

  ০৩ আগস্ট ২০২৪, ১৯:১৯
রিমান্ড শেষে কারাগারে বিএনপি নেতা এ্যানি
ফাইল ছবি

বিটিভি ভবনে নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন।

কারাগারে যাওয়া অপর আসামিরা হলেন গোলাম দস্তগীর প্রিন্স ও এ বি এম খালিদ হাসান।

রিমান্ড শেষে এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ইয়াসিন শিকদার। শুনানি শেষে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে, গত ২৫ জুলাই বিকেলে রাজধানীর নিউ এলিফ্যান্ট রোড থেকে এ্যানিকে আটক করে ডিবি। পরে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ১৮ জুলাই কোটা আন্দোলনের সময় দুর্বৃত্তরা বিটিভি ভবনের প্রধান চারটি গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। এতে আনুমানিক ৫০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

এ ঘটনায় বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেন।

মন্তব্য করুন

Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতি ৪ দিনের রিমান্ডে
বৃষ্টি উপেক্ষা করে শহীদ মিনারে বিএনপি নেতাকর্মীদের ঢল
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড আবেদন
ফরিদগঞ্জে বিএনপির জনসমাবেশ