• ঢাকা শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১
logo

বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে

আরটিভি নিউজ

  ২৭ জুলাই ২০২৪, ১৮:৩০
বিএনপি নেতা এ্যানি ৭ দিনের রিমান্ডে
ফাইল ছবি

বিটিভি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ তিনজনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শনিবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শান্তা আক্তার এ আদেশ দেন।

এদিন, আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন শিকদার। অন্যদিকে, আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিনের রিমান্ডের আদেশ দেন।

এর আগে, কোটা আন্দোলন ঘিরে গত ১৮ জুলাই বিটিভির রামপুরা অফিসে হামলা চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় পরদিন রামপুরা থানায় বাদী হয়ে মামলা করেন বিটিভির ঢাকা কেন্দ্রের জেনারেল ম্যানেজার মাহফুজা আক্তার।

এ ঘটনায় ২৫ জুলাই সন্ধ্যায় রাজধানীর এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ্যানিকে আটক করা হয়।

মন্তব্য করুন

Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড আবেদন
ফরিদগঞ্জে বিএনপির জনসমাবেশ
গোপালগঞ্জে বিএনপির গাড়িবহরে হামলা, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা নিহত
বিএনপির কারও নামে চাঁদাবাজি-দখলবাজির খবর পেলেই ব্যবস্থা: রিজভী