• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১১ জুলাই ২০১৭, ১৫:১২

আদালত অবমাননার অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. হারুন অর রশিদের বিরুদ্ধে রুল জারি করেছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার কার্যক্রম শুরু হবে না তা জানতে চেয়ে এ রুল জারি করা হয়।

মঙ্গলবার বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশিষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আগামী ২ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আব্দুর রব চৌধুরী। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট মো. গিয়াস উদ্দিন।

রিট আবেদন বিষয়ে গিয়াস উদ্দিন সাংবাদিকদের বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (শিক্ষা) মো. হাফিজুর রহমানকে জাতীয় বেতন স্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুযায়ী বেতন-ভাতা দেয়ার জন্য ২০১৬ সালের ২২ অগাস্ট হাইকোর্ট একটি রায় দেন।

ওই রায় অনুসারে তাকে বেতন-ভাতা না দেয়ায় গেলো ৪ জুন হাফিজুর রহমান আদালত অবমাননার আবেদন করেন। তার শুনানি নিয়ে আজ মঙ্গলবার রুল জারি করেছেন হাইকোর্ট।

আর/সি

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে পাওয়া যাবে আইসিসি অনুমোদিত বাংলা ব্যাট
কাফরুলে বাসাবাড়িতে দেহ ব্যবসার অভিযোগ, গ্রেপ্তার ৭
মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিলের বিষয়ে হাইকোর্টের রুল
মাকে অভিভাবকের স্বীকৃতি দিয়ে নীতিমালা করতে হাইকোর্টের রুল
X
Fresh