• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পদ্মা সেতু উদ্বোধন : দাওয়াত পেলেন প্রধান বিচারপতিসহ সব বিচারপতি

আরটিভি নিউজ

  ২৩ জুন ২০২২, ১৮:১৫
পদ্মা সেতুর উদ্বোধন, দাওয়াত পেলেন প্রধান বিচারপতিসহ সব বিচারপতি

পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে। বৃহস্পতিবার (২৩ জুন) সুপ্রিম কোর্টের স্পেশাল অফিসার মো. মোয়াজ্জেম হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি জানান, সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান বিচারপতিসহ আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতিকে সেতু কর্তৃপক্ষ থেকে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। তবে তারা কীভাবে যাবেন সে বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি।

প্রসঙ্গত, আগামী ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতু উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর দিন ২৬ জুন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মা সেতু। উদ্বোধনী অনুষ্ঠানে ৮ থেকে ১০ লাখ মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শো-রুম উদ্বোধনে ফেনীতে তামিম
সেলুন উদ্বোধন করলেন জায়েদ খান
সাকিবের পর এবার শোরুম উদ্বোধনে নামছেন তামিম
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম ইনায়েতুর রহিম
X
Fresh