আরটিভি নিউজ
আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ২২:০০
করোনামুক্ত হলেন অ্যাটর্নি জেনারেল

করোনামুক্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।
সোমবার (২৪ জানুয়ারি) রাতে অ্যাটর্নি জেনারেল নিজেই গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গতকাল করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। আল্লাহ’র রহমতে সুস্থ হয়েছি। আগামী রোববার থেকে আদালতের কার্যক্রমে অংশ নেব।
এর আগে ১৬ জানুয়ারি করোনাভাইরাসে আক্রান্ত হন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন।
১৭ জানুয়ারি বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অ্যাটর্নি জেনারেল নিজেই।
তিনি বলেন, রোববার পরীক্ষা করে করোনা শনাক্তের রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তিনি বাসাতেই ছিলেন।
২০২০ সালের অক্টোবরে অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পান এ এম আমিন উদ্দিন। ২০১৯-২০২০ মেয়াদে তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। এছাড়া ২০২০-২১ মেয়াদেও তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন।
এমএন/এসকে
মন্তব্য করুন