আরটিভি নিউজ
আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ২২:৪৭
আদালতে হাজিরা দিতে এসে হাজতির মৃত্যু

কাশিমপুর কারাগারের শহীদ মিয়া নামে ৩৫ বছর বয়সী এক হাজতি ঢাকা জজ আদালতে হাজিরা দিতে আসার পর অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রোববার (৯ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। তিনি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি ছিলেন।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া।
কাশিমপুর কারাগারের উপ-পরিদর্শক (এসআই) ভূপতি সাহা জানান, শহীদ মিয়া আদালতে অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে ন্যাশনাল হাসপাতালে এবং পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
শহীদ মিয়ার স্ত্রী আরজিনা বেগম বলেন, স্বামী অসুস্থ জানতে পেরে তিনি সঙ্গে সঙ্গেই ঢাকা মেডিকেলে এসে দেখেন শহীদ মিয়া আর বেঁচে নেই।
এনএইচ/এসকে
মন্তব্য করুন