• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

গাছ লাগানোর শর্তে আসামির জামিন

আরটিভি নিউজ

  ২৮ অক্টোবর ২০২১, ২৩:৪২
হাইকোর্ট

গাজীপুরের কালিয়াকৈরে বন বিভাগের গাছ কাটার অভিযোগে মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে ২৫ মে মামলা হয়। ওই মামলায় ৫০টি গাছ লাগানোর শর্তে আসামিকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এ এস এম আবদুল মোবিনের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

বনের যে স্থান থেকে গাছ কাটা হয়েছে, সেই স্থানে ৫০টি গাছ লাগাতে হবে ওই আসামিকে।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মিজানুর রহমান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবদুল মোতালেব।

পরে আইনজীবী আবদুল মোতালেব জানান, বন বিভাগের গাছ কাটার অভিযোগে ২৫ মে গাজীপুরের কালিয়াকৈর থানায় মো. সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তিনি হাইকোর্টে আগাম জামিন আবেদন করেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল বলেন, বনবিভাগের গাছ কাটার এসব মামলায় একই শর্তে সম্প্রতি আরও কয়েকজন আসামি জামিন পেয়েছেন।

এফএ/টিআই

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের মামুনুল হকের তিন মামলায় জামিন 
জামিন বাতিল, রাখিকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের
মেজর মান্নানসহ ৭ জনের জামিন বাতিলের বিষয়ে হাইকোর্টের রুল
স্থগিতই থাকবে শিশু নূরীর মায়ের জামিন
X
Fresh