• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নরসিংদীতে হত্যার দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদী সংবাদদাতা: আরটিভি নিউজ

  ১৮ অক্টোবর ২০২১, ২২:৪৫
নরসিংদীতে হত্যার দায়ে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

নরসিংদীতে জমি সংক্রান্ত বিরোধে শামসুদ্দিন নামে একজনকে হত্যার দায়ে আসামি মাইনুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে নরসিংদীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ শামীমা পারভিন এই আদেশ দেন।

সাজাপ্রাপ্ত আসামি মাইনুদ্দিন শিবপুর থানার মানিকদী গ্রামের মৃত: মফিজউদ্দিনের ছেলে। হত্যার স্বীকার শামসুদ্দিন একই গ্রামের বাসিন্দা।

নরসিংদী আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম. এন অলিউল্লাহ জানান, ২০০৩ সালে মানিকদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে শামসুদ্দিন নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়। পরে শামসুদ্দিনের ছেলে ওয়াদুদ মিয়া বাদী হয়ে ৫ জনকে আসামি করে শিবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার ১নং আসামি বুরুজ মিয়ার মৃত্যু হয়।

সোমবার দুপুরে শুনানি শেষে ২নং আসামি মাইনউদ্দিন কে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ বছর বিনাশ্রম কারাদণ্ড ও বাকি তিন আসামিকে খালাস প্রদান করেন আদালত।

এমএন/এসকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
সেই গোল্ডেন মনিরের খালাস নিয়ে যা বললেন আদালত
X
Fresh