• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আটক মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে

আরটিভি নিউজ

  ২৮ সেপ্টেম্বর ২০২১, ২০:৪৯
আটক মুফতি ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হচ্ছে

আটক মুফতি কাজী ইব্রাহিমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে। মামলা নথিভুক্ত হলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, কাজী ইব্রাহিম করোনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা তথ্য প্রচার করেছেন। করোনার টিকা নিয়ে তার বিভিন্ন বক্তব্য ভাইরাল হয়। তিনি ফেসবুক ও ইউটিউবে ওয়াজের মধ্যে উল্টাপাল্টা কথা বলে আসছেন। দেশের মানুষকে হিন্দুস্তানের দালাল ও র-এর এজেন্ট বলেও দাবি করেছেন তিনি। এসব অভিযোগের বিষয়ে তাকে আটক করে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রক্রিয়া চলছে। তারপর তাকে গ্রেপ্তার দেখানো হবে।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ডিবির একটি বিশেষ দল রাত ২টার পর মোহাম্মদপুর কলেজ রোডের বাসা থেকে তাকে আটক করে। আটকের পর তাকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয় জিজ্ঞাসাবাদের জন্য।

এমএন

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র দাবদাহ : ট্রাফিক সদস্যদের স্বস্তি দিতে ডিএমপির অনন্য উদ্যোগ
ফরিদপুরে মন্দিরে অগ্নিকাণ্ডে এলাকা রণক্ষেত্র, ২ ভাই নিহত
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
চলছে শিল্পী সমিতির নির্বাচন : এফডিসিতে নিরাপত্তা জোরদার
X
Fresh