• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

পরীকে দেখতে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা

আরটিভি নিউজ

  ০৫ আগস্ট ২০২১, ২১:১১
পরীকে দেখতে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা

রাজধানীর বনানী থেকে মাদকসহ গ্রেপ্তার হওয়া চিত্রনায়িকা পরীমণিকে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় আদালতে তোলা হয়েছে। এসময়ে পরীমণিকে দেখতে আদালত প্রাঙ্গণে উৎসুক জনতা ভিড় করেছে। মানুষের ভিড় এড়াতে আদালতের মূল গেট লাগিয়ে দিয়েছে পুলিশ।

আদালতের গেট লাগিয়ে দেওয়ায় উৎসুক জনতা গেটের গ্রিল ধরে দাঁড়িয়ে থাকেন। আর আদালতের ভেতরেও আইনজীবী, আদালতের কর্মকর্তা-কর্মচারীরাদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

বৃহস্পতিবার (০৫ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বিশেষ নিরাপত্তায় হাজির করা হয়।

গতকাল (০৪ আগস্ট) রাজধানীর বনানী থেকে পরীমণিকে গ্রেপ্তার ও আজকে র্যা বের সংবাদ সম্মেলন শেষে কোন সময় পরীমণিকে আদালতে তোলা হবে সেই নিয়ে আদালত চত্বরে নানা গুঞ্জন ছিল। র্যা বের সংবাদ সম্মেলন শেষে পরীমণিকে দেখতে আদালত চত্বরে উৎসক জনতার পাশাপাশি আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীদের ভিড় ছিল।

আদালত চত্বরে দাঁড়িয়ে থাকা কয়েকজন উৎসুক জনতা বলেন, আজ রাতে পরীমণিকে আদালতে তোলা হবে। সেজন্য আগেভাগেই আদালত চত্বরে এসেছেন পরীমণিকে দেখতে। কারণ তিনি একজন অভিনেত্রী, একই সঙ্গে আলোচিত-সমালোচিত হওয়ায় তাকে একনজর দেখার জন্য এসব মানুষ জড়ো হয়েছেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আত্মসমর্পণ করে কারাগারে সাবেক এমপি মান্নান
ছিনতাই করতে গিয়ে গ্রেপ্তার হওয়া ২ পুলিশ সদস্য রিমান্ডে
জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা, গ্রেপ্তার ৩
বিচারপতির স্বাক্ষর জালিয়াতি, আটকে গেল মেয়রের জামিন
X
Fresh