• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে: প্রধান বিচারপতি

আরটিভি নিউজ

  ২৯ জুন ২০২১, ২২:১৫
আইন পেশা এখন ব্যবসা হয়ে গেছে: প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, আইনজীবীরা এক সময় বিচারপ্রত্যাশীদের কাছে টাকা চাইতেন না, আইন পেশাকে সেবামূলক পেশা হিসেবে দেখতেন। কিন্তু এখন আইন পেশা ব্যবসায় হয়ে গেছে।

মঙ্গলবার (২৯ জুন) আপিল বিভাগের ভার্চুয়াল বেঞ্চে একটি মামলার শুনানিতে আইনজীবীদের উদ্দেশে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। তখন ওই মামলার শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

প্রধান বিচারপতি বলেন, অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের জন্য আইনজীবীদের শতকরা ১০টি মামলা বিনা ফিতে লড়াই করা উচিত।

তিনি আরও বলেন, আইনজীবীদের অন্তত ১০ শতাংশ মামলা বিনা টাকায় লড়াই করা উচিত। এটা অবশ্যই পালনীয় কর্তব্য। আইন পেশা সেবামূলক। আগে তো আইনজীবীরা ফি নেওয়ার সময় টাকাও দেখেননি। গাউনের পেছনের পকেটে (মক্কেল) টাকা ঢুকিয়ে দিত। কিন্তু এখন আইন পেশা একটি ব্যবসা হয়ে গেছে।

এ সময় আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ ইমান আলী বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিবছর আইনজীবীদের রিনিউ (লাইসেন্স) করতে হয়। তখন দেখাতে হয় তিনি কতটি মামলা বিনা টাকায় করেছেন। তা না হলে সিনিয়র আইনজীবীদেরও লাইসেন্স রিনিউ করা হয় না। এই সিস্টেম আমাদের দেশেও চালু করলে ভালো হয়।

এসময় অন্য আইনজীবীরাও ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ড্রেসকোড পরিবর্তন চেয়ে প্রধান বিচারপতির কাছে আবেদন
ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির দায়িত্বে এম ইনায়েতুর রহিম
যুক্তরাষ্ট্র সফরে গেলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধান বিচারপতি
X
Fresh