• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

১৩ জুন থেকে হাইকোর্টে ভার্চ্যুয়ালি ৩০ বেঞ্চ

আরটিভি নিউজ

  ১২ জুন ২০২১, ১৬:১৮
Virtually 30 benches in the High Court from Sunday
হাইকোর্ট।। ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাস সংক্রমণের এই সময়ে হাইকোর্টে রোববার (১৩ জুন) থেকে আরও ৯টি নতুন বেঞ্চ যোগ হয়ে ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালানা করবেন ৩০ বেঞ্চ। দ্বিতীয় দফা করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৪ এপ্রিলের পর রোববার থেকে সর্বোচ্চ ভার্চ্যুয়াল বেঞ্চ পাচ্ছেন বিচার প্রার্থীরা।

করোনা মহামারি রোধে এপ্রিল মাসের শুরুতে বিধিনিষেধ আরোপের পর ৪টি ভার্চ্যুয়াল বেঞ্চ গঠন করেছিলেন প্রধান বিচারপতি। পরবর্তীতে ২২ এপ্রিল আরও ২টি বেঞ্চ গঠন করা হয়। এরপর ২৯ এপ্রিল আরও ৩টি যোগ করা হয়। এ ৯টি বেঞ্চের পাশাপাশি ২২ মে আরও ৭টি বেঞ্চ গঠন করা হয়।

গত ৩১ মে প্রধান বিচারপতি নুতন আদেশ দেন। ওই আদেশে হাইকোর্ট বিভাগে মোট ২১টি বেঞ্চ গঠনে আদেশ দেন।

সব শেষ গত ১০ জুন আরও কয়েকটি নতুন বেঞ্চ গঠন করেন প্রধান বিচারপতি। সবমিলিয়ে মোট ৩০টি বেঞ্চ রোববার থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত ভার্চ্যুয়ালি বিচারকাজ পরিচালনা করবেন।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অগ্রণী ব্যাংকের এমডিসহ ৫ শীর্ষ কর্মকর্তার কারাদণ্ডের রায় স্থগিত
X
Fresh