• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হে'রোইন: মা-মেয়ে রি'মাণ্ডে

আরটিভি নিউজ

  ১০ জুন ২০২১, ২০:৫২
নারিকেলের ভেতরে ৪০ লাখ টাকার হেরোইন: মা-মেয়ে রিমাণ্ডে

ঢাকার যাত্রাবাড়ী এলাকায় সাফিয়া খাতুন (৭০) ও তার মেয়ে আসমার (৪০) নারিকেলের ভেতরে করে ৪০ লাখ টাকার হেরোইন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন। এই ঘটনায় মা-মেয়েকে রিমাণ্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১০ জুন) এই দুজন মাদককারবারীকে আদালতে হাজির করে পুলিশ। পাঁচ দিনের রিমাণ্ডের আবেদনের প্রেক্ষিতে ঢাকা মহানগর হাকিম শাহিনূর রহমান শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার এসআই অভিজিৎ পোদ্দার দুই আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আসামিদের পক্ষে অ্যাডভোকেট খন্দকার মহিবুর রহমান আপেল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।

এর আগে গতকাল বুধবার (০৯ জুন) রাজধানী ঢাকার উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে অভিনব কৌশলে হেরোইন পাচারের সময় এই মা-মেয়েকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৪০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh