• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মামুনুল হকের বিয়ে নিয়ে যা বললেন পুলিশ সুপার

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৬ জুন ২০২১, ১৭:৩০
হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হকের

হেফাজতে ইসলাম বাংলাদেশের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকের বিয়ের বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেন, রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি।

রোববার (০৬ জুন) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

জেলা পুলিশ সুপার বলেন, মামুনুল হকের বিয়ের সাক্ষী, কাবিননামা দেনমোহর কোনো লিখিত তথ্য দেখাতে পারেনি। বিয়ের বিষয়ে তথ্য খুঁজতে গিয়ে দেখা যায় তার এই বিয়ে রাষ্ট্রীয় আইন বা শরিয়ত আইনে মামুনুল হকের বিয়ে বৈধ হয়নি।
তিনি আরও বলেন, তার একাধিক বাড়িঘর ও বিপুল পরিমাণ সম্পদ রয়েছে যার কোনো আয়ের উৎস তিনি দেখাতে পারেননি। প্রতি মাসে ১ কোটি টাকা অনুদান পেত। ধারণা করা হচ্ছে সেই অনুদানের টাকা দিয়েই বাড়িঘর করেছেন মামুনুল হক।

প্রসঙ্গত, হেফাজতের নেতা মামুনুল হক রাজধানীর পাশ্ববর্তী এলাকা নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রয়েল রিসোর্টে গত ৩ এপ্রিল জান্নাত আরা ঝর্ণা নামে এক নারীসহ স্থানীয় লোকজনের হাতে আটক হন মামুনুল হক। বিষয়টি নিয়ে দেশজুড়ে তোলপাড় শুরু হলে জান্নাত আরাকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন। যদিও এর সপক্ষে কোনও নথিপত্র দেখাতে পারেননি মামুনুল হক।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মামুনুল হকের মুক্তি নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যা জানালেন
বিপিএল খেলতে এসে নিজের বিয়ে নিয়ে যা বললেন মিলার
কাঞ্চনের বিয়ে নিয়ে যা বললেন প্রাক্তন স্ত্রী পিংকি
মামুনুল হকের জামিন বহাল
X
Fresh