• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

জবানবন্দি শেষে কারাগারে হেফাজত নেতা ফয়েজী

চট্টগ্রাম প্রতিনিধি, আরটিভি নিউজ

  ১১ মে ২০২১, ১৯:৫০
জবানবন্দি শেষে কারাগারে হেফাজত নেতা ফয়েজী

চট্টগ্রামের হাটহাজারীতে নাশকতার ঘটনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের সদ্য বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজীকে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (১১ মে) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশক আহম্মদ খন্দকারের আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আব্দুল্লাহ আল মাসুম জানান, সম্প্রতি হাটহাজারীতে নাশকতায় সম্পৃক্ততার বিষয়টি দোষ স্বীকার করে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পাচঁ দিনের রিমান্ড শেষে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিতে আদালতে দুপুরে আদালতে হাজির করা হয়।

এর আগে গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী থানায় এক নারী বাদী হয়ে ধর্ষণের মামলা দায়ের করেন এই নেতার বিরুদ্ধে। গত শনিবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়।

উল্লেখ, চট্টগ্রামের হাটহাজারীতে গত ৫ মে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh