• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী

আরটিভি নিউজ

  ০৭ মে ২০২১, ১৮:৩৩
খালেদা জিয়ার আবেদনের বিষয়ে সিদ্ধান্ত শিগগিরই: আইনমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করাতে বিদেশে নিতে লিখিত আবেদনের বিষয়ে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (০৭ মে) গণমাধ্যমকে এ কথা বলেন আইনমন্ত্রী।

আরও পড়ুন... মিরপুরে রাতে গায়েবি কান্নার শব্দ, খুঁজতে গিয়ে যা পেল পুলিশ

গত বুধবার (০৫ মে) স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বাসায় লিখিত আবেদন জমা দেন খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার। এরপর আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এসেছিলেন। তিনি জানিয়েছেন, খালেদা জিয়া হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকরা অভিমত দিয়েছেন তাকে বিদেশে নেওয়া প্রয়োজন। যদিও আমরা চিকিৎসকদের কাছে শুনিনি।’

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আবেদনটি ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদনটি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আইন মন্ত্রণালয়ের মতামত এলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh