• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

১৩ দিনে ভার্চুয়াল আদালতে প্রায় ২৩ হাজার কারাবন্দির জামিন

আরটিভি নিউজ

  ৩০ এপ্রিল ২০২১, ১৬:৫০
Bail for about 23,000 prisoners in 13 days in a virtual court
ফাইল ছবি

মহামারি করোনা ভাইরাস পরিস্থিতিতে ভার্চুয়াল শুনানি নিয়ে ১৩ কার্যদিবসে সারাদেশে ২২ হাজার ৮৭৩ জন কারাবন্দি আসামিকে জামিনে মুক্তি দিয়েছেন নিম্ন আদালত। এর মধ্যে শিশু রয়েছে ২৮৯ জন।

শুক্রবার (৩০ এপ্রিল) সুপ্রিম কোর্টের মুখপাত্র মুহাম্মদ সাইফুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, ভার্চুয়াল আদালত শুরু হওয়ার পর ১৩ কার্যদিবসে সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ৪১ হাজার ৯২০টি মামলার ভার্চুয়াল শুনানি অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে ২২ হাজার ৮৭৩ জন আসামি জামিনপ্রাপ্ত হয়ে কারাগার থেকে মুক্ত হয়েছেন। এর মধ্যে শিশু ২৮৯ জন।

ভার্চুয়াল শুনানি নিয়ে গত ১২ এপ্রিল ১ হাজার ৬০৪ জন, ১৩ এপ্রিল ৩ হাজার ২৫৯, ১৫ এপ্রিল দুই হাজার ৩৬০, ১৮ এপ্রিল ১ হাজার ৮৪২, ১৯ এপ্রিল ১ হাজার ৬৩৫, ২০ এপ্রিল ১ হাজার ৫৭৬, ২১ এপ্রিল ১ হাজার ৩৪৯, ২২ এপ্রিল ১ হাজার ৫৯২, ২৫ এপ্রিল ১ হাজার ৮৩৯, ২৬ এপ্রিল ১ হাজার ৫৯৩, ২৭ এপ্রিল ১৩৯৫, ২৮ এপ্রিল ১৪২২ ও ২৯ এপ্রিল ১৪১২ জন কারাবন্দি আসামিকে জামিন দেন নিম্ন আদালত।

উল্লেখ্য, গত ১২ এপ্রিল (সোমবার) থেকে করোনা সংক্রমণ রোধে দ্বিতীয় দফায় সারাদেশে অধস্তন আদালত এবং ট্রাইব্যুনালে ভার্চুয়াল পদ্ধতিতে জামিন ও অতি জরুরি ফৌজদারি দরখাস্তের শুনানি হচ্ছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh