• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের ৩ ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা

আরটিভি নিউজ

  ০৩ মার্চ ২০২১, ১৪:২২
Civil society march after breaking 3 police barricades is now in Shahbag
প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ও কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে নাগরিক সমাজের পদযাত্রা এগিয়ে চলছে। প্রেসক্লাব থেকে মৎসভবন এবং সেখান থেকে শাহবাগে ব্যারিকেড দিয়ে তাদের আটকে রাখতে পারছেনা পুলিশ।

এর আগে, আজ বুধবার (৩ মার্চ) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে তারা সমাবেশ করেন। এসময় অনতিবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় তদন্ত ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

সমাবেশ শেষে তারা প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা শুরু করলে প্রেসক্লাবের সামনে ব্যারিকেড দেয় পুলিশ। তবে সে ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন প্রতিবাদকারীরা। পরে মৎস্য ভবনের সামনে প্রতিবাদকারীদের ঠেকাতে আরও একটি ব্যারিকেড দেয় পুলিশ। তবে সেই ব্যারিকেডও ভেঙে ফেলেন তারা।

প্রতিবাদকারীরা পদযাত্রা নিয়ে শাহবাগে এলে সেখানেও পুলিশি ব্যারিকেডের সামনে পড়েন। তবে এখানেও তারা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হন। বর্তমানে প্রায় পাঁচ শতাধিক প্রতিবাদকারী শাহবাগ ছাড়িয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

কেএফ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সচিবদের একগুচ্ছ নির্দেশনা
ট্রাক মালিকের গলা চেপে ধরলো নাইটগার্ড, সড়কে ব্যারিকেড
প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে ৭ পদে চাকরি
X
Fresh