• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ডিজিটাল নিরাপত্তা আইনে পরিবর্তন আসছে

ডেস্ক রিপোর্ট, আরটিভি নিউজ

  ০২ মার্চ ২০২১, ১৮:৫৫
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক

ডিজিটাল নিরাপত্তা আইনে কারও বিরুদ্ধে অভিযোগ এলেই সঙ্গে সঙ্গে পুলিশ তাকে গ্রেপ্তার করতো। অভিযুক্তদের বিরুদ্ধে অপরাধ প্রমাণের সুযোগ থাকতো না। এবার ডিজিটাল নিরাপত্তা আইনে কারও বিরুদ্ধে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে যেন গ্রেপ্তার না করায় সেই ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার।

ডিজিটাল নিরাপত্তা আইনের বিষয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বিবিসি বাংলাকে বলেছেন, অভিযোগের পর তদন্ত ছাড়া ডিজিটাল নিরাপত্তা আইনে কাউকে যেন গ্রেপ্তার না করা হয় সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। গতকাল সোমবার এ কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, ‘এই আইনে কোনো অপরাধের অভিযোগ এলে পুলিশের তদন্তের আগে কাউকে গ্রেপ্তার করা যাবে না বা তার বিরুদ্ধে মামলা নেওয়া যাবে না— এমন ব্যবস্থা নেয়া হচ্ছে।’
‘আমরা বলেছি যে, সরাসরি মামলা নেওয়া হবে না। কোনো অভিযোগ এলে পুলিশ প্রথমে তদন্ত করে দেখবে এবং তদন্ত সাপেক্ষে তারপরে মামলা নেওয়া হবে।’

আইনটি প্রণয়নের পর থেকে কোনো অভিযোগ এলেই পুলিশ মামলা নিয়ে সঙ্গে সঙ্গেই অভিযুক্তকে আটক করছে— এ ব্যাপারে বিবিসি জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘আগে যাতে আটক না করে এবং তদন্তের জন্য যেন অপেক্ষা করে— সেই জায়গায় আসার জন্য আমরা চেষ্টা করছি।’

জামিন হওয়া না হওয়ার প্রশ্নে আইনমন্ত্রী বলেন, ‘সাজা যতটা হলে জামিন হবে এবং যতটা হলে জামিন হবে না— ঠিক সেই প্রিন্সিপালটা ফলো করে আমরা বিধান করেছি। সারা পৃথিবীতেই এটা করা হয়। এমনকি, এই উপমহাদেশেও। বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করছি।’

আইনের অব্যাহত অপপ্রয়োগের অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘সব আইনই যখন করা হয়, তখন কিন্তু একটা ট্রায়াল অ্যান্ডের বা পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যায়। কথা হচ্ছে, এখানে যদি কিছু অ্যাবিউজ এবং মিসইউজ হয়, সেটা কি করে বন্ধ করা হবে— সে ব্যাপারে ব্যবস্থা আমরা নিচ্ছি।’

বিষয়টি নিয়ে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সঙ্গে আলোচনা করার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ‘জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের অফিসের সঙ্গে আমি আলাপ চালাচ্ছি। সারা বিশ্বের সঙ্গে আমরা এটার তুলনা করছি। মিসইউজ যেগুলি ধরা পড়ছে বা অ্যাবিউজ যেগুলো হচ্ছে, সেগুলোর জন্য একটা চেক অ্যাণ্ড ব্যালেন্স সিস্টেম কীভাবে ডেভেলপ করা যায়, এই আইনের মধ্যেই কীভাবে সেটা থাকতে পারে— সেই ব্যবস্থা আমরা করছি।’

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানুষের ভাগ্য পরিবর্তনে কেউ কোনো পদক্ষেপ নেয়নি: প্রধানমন্ত্রী
ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল
শনিবার ঢাকা আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা
পালিয়ে এলেন মিয়ানমারের আরও ৪৬ সীমান্তরক্ষী
X
Fresh