• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নকল মাস্ক সরবরাহ: ঢাবির সহকারী রেজিস্ট্রারের তদন্ত প্রতিবেদন জমা

আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২০, ২১:১৫
DU, mask, information,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমীন জাহানের বিরুদ্ধে নকল মাস্ক সরবরাহের অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা দেয়া হয়েছে।

আজ রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ প্রতিবেদন গ্রহণ করা হয়।

এন-৯৫ নকল মাস্ক সরবরাহের অভিযোগে গ্রেপ্তার করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা শারমিন জাহানকে। আদালতে প্রক্রিয়াধীন তার বিষয়টি মীমাংসা হওয়ার পর তার শাস্তির বিষয়ে সিদ্ধান্ত নেবে সিন্ডিকেট।

সিন্ডিকেট সভায় উপস্থিত থাকা কয়েকজন সদস্য জানায়, নকল মাস্ক সরবাহের অভিযোগে শারমিন জাহানকে সাময়িকভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে নির্দোষ প্রমাণিত হলে তারপর কর্মক্ষেত্রে যোগ দিতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, এটা আদালতের তদন্তাধীন বিষয়। আদালতের নির্দেশনার আলোকে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনা ইউনিটে ‘এন৯৫’ মাস্কের পরিবর্তে নকল ও ত্রুটিপূর্ণ মাস্ক সরবরাহের অভিযোগে গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তাকে শাহবাগ এলাকা থেকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেন।

এফএ

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন যারা
ঢাবির ‘খ’ ইউনিটে প্রথম প্রিয়ন্তী মণ্ডল
ফের জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলামের জামিন নামঞ্জুর
ঢাবির ভর্তি পরীক্ষার ফল যেভাবে জানবেন
X
Fresh