• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রিমান্ড শেষে ১২ নাইজেরিয়ানকে কারাগারে পাঠালেন আদালত

আরটিভি নিউজ

  ০৩ অক্টোবর ২০২০, ১৭:৪৫
Dhaka Metropolitan Magistrate
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ১২ নাইজেরিয়ান নাগরিকের রিমান্ড শেষ হয়েছে

ফেসবুকে বন্ধুত্বের নামে প্রতারণার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার ১২ নাইজেরিয়ান নাগরিকের রিমান্ড শেষ হয়েছে। এরপর তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (৩ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কনক বড়ুয়া তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ২১ জুলাই রাতে রাজধানীর পল্লবী এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর সিআইডি তাদের রিমান্ড আবেদন করে। আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

সেই রিমান্ড শেষে শনিবার মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপ-পুলিশ পরিদর্শক নিউটন কুমার দত্ত আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠান।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- নন্দিকা কেনেন্ট, ক্লেটাস আছুনা, ওইউকুলভ টিমটি, একিন উইসডোম, চিগোজি, ইভুন্ডে গ্যাব্রিল ওবিনা, স্যালেস্টাইন প্যাট্রিক, মর্দি ন্যামডি, ওরদু চুকওরদু সাম্মি, ডুবুওকন সোমায়ইনা, জেয়েরেম প্রেসিয়াস একমি ও ওক উইসডম।
এসজে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতারণা করে গড়া অর্থ-সম্পদ সব ফ্রিজ হবে : সিআইডি প্রধান
১১ দিন পর নাজমুলের মরদেহ পেল পরিবার
অবশেষে সাংবাদিক বৃষ্টির মরদেহ বুঝে পেল পরিবার
ডিএনএ পরীক্ষায় সেই অভিশ্রুতির পরিচয় শনাক্ত
X
Fresh