• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

ক্যাসিনো মাফিয়া এনামুল ও রূপনের বিরুদ্ধে চার্জশিট গঠন (ভিডিও)

আরটিভি নিউজ

  ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৩:১৫

রাজধানীর গেন্ডারিয়া থানায় মানি লন্ডারিং আইনে করা মামলায় ক্যাসিনোকাণ্ডের অন্যতম হোতা, আলোচিত দুই ভাই ও গেন্ডরিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক রুপন ভূঁইয়ার বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেছেন আদালত।

ঢাকা দায়রা জজ কে এম ইমরুল কায়েশ আজ বৃহস্পতিবার এ চার্জশিট গ্রহণ করেন। সেইসঙ্গে মামলার চার্জ গঠনের ৪ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে গেলো ২২ জুলাই ঢাকা মহানগর হাকিম আদালতে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। চার্জশিটে এক কোটি ৯৯ লাখ ৯০ হাজার টাকা মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়েছে।

জানা গেছে, এই দুই ভাইয়ের বিরুদ্ধে ব্যাংকে ১৯ কোটি টাকা এবং পুরান ঢাকাসহ বিভিন্ন স্থানে ১২৮টি ফ্ল্যাটের খোঁজ মিলেছে। ক্যাসিনো ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদের পাহাড় গেড়েছেন এ দুই ভাই।

২০১৯ সালের ২৪ সেপ্টেম্বর এনামুল হক ও রুপন ভূঁইয়াদের পুরাণ ঢাকার বানিয়ানগরের বাসায় এবং তাদের দুই কর্মচারীর বাসায় অভিযান চালায় র‌্যাব সেখান থেকে পাঁচ কোটি এবং সাড়ে সাত কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। এ ঘটনায় গেণ্ডারিয়া থানায় তাদের নামে ছয়টি মামলা হয়।

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
পর্নো তারকাকে ঘুষ দেওয়ার মামলায় ট্রাম্পের বিচার শুরু
রমনার বটমূলে বোমা হামলার ২৩ বছরেও হয়নি বিচার
বর্ষবরণে শ্লীলতাহানি : ৯ বছরেও শেষ হয়নি বিচার
X
Fresh