• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিনহা হত্যা মামলায় প্রদীপের সহযোগী কনস্টেবল রুবেল গ্রেপ্তার

শাহীন শাহ,  টেকনাফ

  ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:২৭
Pradeep's associate constable Rubel arrested in Sinha murder case
কনস্টেবল রুবেল গ্রেপ্তার ।

অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ খান হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ওসি প্রদীপের অন্যতম সহযোগী রুবেল শর্মা নামের আরও এক পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব- ১৫।
গ্রেপ্তারকৃত রুবেল টেকনাফ থানার পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তাকে জিজ্ঞাসাবাদ শেষে সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছে।

র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, সিনহা হত্যা মামলায় পূর্বে গ্রেপ্তারকৃত অন্যান্য আসামিরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করার সময় পুলিশের কনস্টেবল রুবেল শর্মার নাম আসে। এ কারণে রোববার র‍্যাবের একটি দল রুবেলকে জিজ্ঞাসাবাদের জন্য র‍্যাব কার্যালয়ে নিয়ে আসে। তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে মেজর সিনহা হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার দেখানো হয়। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে। তবে তাকে এখনো কোনো রিমান্ড চাওয়া হয়নি। তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করলে পরবর্তীতে তাকে রিমান্ডে নিতে পারেন।

টেকনাফ থানায় দায়িত্বে থাকাকালীন বরখাস্তকৃত ওসি প্রদীপের অন্ধকার জগতের সহযোগী ছিলেন এই রুবেল শর্মা। ওসি প্রদীপের অপকর্মের অন্যতম সাক্ষী রুবেল শর্মা ও সঞ্জিব দত্তসহ আরও কয়েকজন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

উল্লেখ্য, গত ৩১ জুলাই রাতে টেকনাফের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান। এরপর ৫ আগস্ট এ ঘটনায় ৯ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালতে মামলা করেন সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। মামলাটি র‍্যাবকে তদন্তভার দেয়া হয়। ৬ আগস্ট আদালতে আত্মসমর্পণ করেন পুলিশের ৭ সদস্য। গত এক মাসে র‍্যাব এপিবিএন’র ৩ সদস্য, পুলিশের মামলার ৩ সাক্ষীকে আটক করে মোট ১৩ জনকে নানা মেয়াদে রিমান্ডে নিয়েছে। ১২ জন আসামি এ পর্যন্ত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এরমধ্যেই আজ আদালতে নতুন আবেদনটি করল মামলার বাদী।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
X
Fresh