• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাহেদের বিরুদ্ধে অস্ত্র মামলায় চার্জশিট

আরটিভি নিউজ

  ৩০ জুলাই ২০২০, ২১:১১
police,
ফাইল ছবি

রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে দায়ের করা অস্ত্র মামলায় চার্জশিট দিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মো. শায়রুল ইসলাম ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করেন। সাহেদ গ্রেপ্তারের পর এই প্রথম চার্জশিট দাখিল করলো ডিবি।

এর আগে গত ২৬ জুলাই তদন্ত কর্মকর্তার আবেদনের পরে সাহেদকে অস্ত্র মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চার্জশিটে সাহেদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে দেখানো হয়েছে। তাকে বিচারের আওতায় আনা উচিত বলে মন্তব্য করা হয়েছে।

গত ১৯ জুলাই ডিবি এই মামলার তদন্তের দায়িত্ব নেন। একই দিন উত্তরার ১১ নং সেক্টরের ১৪ নং বাড়ির সামনে থেকে সাহেদের ব্যক্তিগত গাড়ি উদ্ধার করে ডিবি। ওই গাড়ি থেকে একটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। পরে শাহেদের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রোহিঙ্গাদের পাসপোর্ট বানিয়ে দিয়ে কুলি থেকে কোটিপতি
দুই মামলায় আমীর খসরুর জামিন শুনানি আজ
X
Fresh