• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সাহেদের বিরুদ্ধে অভিযোগের অনুসন্ধান করবে দুদক

আরটিভি নিউজ

  ১৪ জুলাই ২০২০, ১১:২৯
The ACC will investigate the allegations against Saheed
ফাইল ছবি

রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ বিরুদ্ধে করোনায় ভুয়া সার্টিফিকেট বিক্রিসহ বিভিন্ন জালিয়াতির অভিযোগের অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

এদিকে দুদকের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাইক্রোক্রেডিট ও এমএলএম ব্যবসার নামে জনসাধারণের সাথে প্রতারণা করে কোটি কোটি টাকা সংগ্রহ করা, বহুমাত্রিক জাল-জালিয়াতি ও প্রতারণার মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, আয়কর ফাঁকি, ভুয়া নাম ও পরিচয়ে ব্যাংক ঋণ নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে সাহেদের বিরুদ্ধে। এসব অভিযোগ বিষয়ে সাহেদের বিরুদ্ধে অনুসন্ধানের এ সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

কমিশনের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন ব্যক্তি, গণমাধম্য, ভার্চুয়াল মাধ্যমসহ বিভিন্ন উৎস থেকে মো. সাহেদ ওরফে সাহেদ করিমের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ সংগ্রহ করে দুদক। এসব তথ্য-উপাত্ত সংবলিত অভিযোগসমূহের উপর ভিত্তি করে কমিশন এ সিদ্ধান্ত নেয়।

কমিশনের উপপরিচালক মো. আবু বকর সিদ্দিকের নেতৃত্বে তিন সদস্যেরে একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে। এ দলের অন্য সদস্যরা হলেন মো.নেয়ামুল হাসান গাজী ও শেখ মো. গোলাম মাওলা।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
স্ত্রীসহ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের মামলা
পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়াতে আবেদন দুদকের
X
Fresh