• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

রিজেন্টের প্রধান কার্যালয়সহ দুই হাসপাতাল সিলগালার সিদ্ধান্ত

আরটিভি নিউজ

  ০৭ জুলাই ২০২০, ১৩:৫০
coroan, hospital,
ফাইল ছবি

রাজধানীর উত্তরায় রিজেন্ট হাসপাতালের প্রধান কার্যালয় ও মিরপুরের শাখা সিলগালা করার সিদ্ধান্ত হয়েছে। র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে আসা এবং বাড়িতে থাকা রোগীদের করোনার নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট প্রদান করায় সোমবার ওই হাসপাতালে অভিযান চালায় র‌্যাব।

ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, সরকার থেকে বিনামূল্যে কোভিড-19 টেস্ট করার অনুমতি নিয়ে রিপোর্টপ্রতি সাড়ে তিন থেকে চার হাজার টাকার করে আদায় করা হতো। এভাবে প্রতারণা করে মোট তিন কোটি টাকার হাতিয়ে নিয়েছে রিজেন্ট হাসপাতাল। এই সমস্ত অপরাধ ও টাকার নিয়ন্ত্রণ রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ নিজে করতেন।

তিনি বলেন, রিজেন্টের প্রধান কার্যালয় থেকেই এই অপকর্মগুলো হতো তাই সেটি সিলগালা করা ও মিরপুরের শাখাও সিলগালা করার সিদ্ধান্ত হয়েছে।

এর আগে সোমবার রাতেই মো. মোহাম্মদ সাহেদের মালিকানাধীন হাসপাতাল থেকে অননুমোদিত র‌্যাপিড টেস্টিং কিট ও একটি গাড়ি জব্দ করা হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজশাহীতে গরমে বাড়ছে ডায়রিয়া রোগী, বেশির ভাগই শিশু
চিকিৎসকদের রোগী দেখার সংখ্যা বেঁধে দেবে সরকার
সাধ্যমতো সর্বোচ্চ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি : স্বাস্থ্যমন্ত্রী
ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, রোগীর স্বজনদের মারধরের অভিযোগ
X
Fresh