• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের এমপি আটক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০২০, ১৭:২০
MP, DUDOK, Kwuyat,
শহীদ ইসলাম

মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে কুয়েতে লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য শহীদ ইসলামকে (কাজী পাপুল) আটক করা হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম আবুল কালাম আরটিভি নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শনিবার (৬ জুন) কুয়েতের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্যরা মুশরেফ আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

রাষ্ট্রদূত জানান, তাকে সিআইডি আটক করেছে সেটা জানতে পেরেছি। তবে এখনও আনুষ্ঠানিকভাবে আমাদের এ ব্যাপারে কিছু জানানো হয়নি। শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে মানব পাচারের অভিযোগ রয়েছে।

এদিকে কাজী পাপুলের বিরুদ্ধে কমিশন খেয়ে ব্যাংকঋণ বরাদ্দসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগের তদন্ত চলমান রয়েছে দুর্নীতি দমন কমিশনে (দুদক)। তিনি দীর্ঘদিন ধরে কুয়েতেই অবস্থান করছেন এবং সেখানে তার ব্যবসা রয়েছে।

সম্প্রতি মানব পাচার ও অর্থ পাচারের অভিযোগে বেশ কিছু ব্যবসায়ীকে গ্রেপ্তার করে দেশটির গোয়েন্দা বিভাগ। সেই তালিকায় এমপি কাজী পাপুলের নামও ছিল। তিনি দীর্ঘদিন যাবৎ কুয়েতে ব্যবসা পরিচালনা করে আসছেন এবং মার্চ মাসের শেষ দিক থেকে কুয়েতেই অবস্থান করছেন।

এর আগে ফেব্রুয়ারি মাসে কুয়েতে মানব পাচারের অভিযোগ ওঠে এমপি শহীদ ইসলাম পাপুলের বিরুদ্ধে। সেসময় তাকে নিয়ে বিভিন্ন পত্র-পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুর্নীতি আছে, তবে বিএনপির মুখে এ অভিযোগ মানায় না : হানিফ
সরকারি কর্মকর্তাদের দুর্নীতির নজির, বেনজির ও দায়মুক্তি
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য ১৪ মে
ব্যাংকের ম্যানেজারসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
X
Fresh