• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ন্যাশনাল ব্যাংকের ৬০ লাখ টাকা উদ্ধার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০২ জুন ২০২০, ১১:২৭
thana
ফাইল ছবি

রাজধানীর ইসলামপুর শাখার ন্যাশনাল ব্যাংকের ছিনতাই হওয়া ৮০ লাখ টাকার ৬০ লাখ টাকা উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই ঘটনায় চার জনকে গ্রেপ্তার ও ২টি বিদেশি উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২ জুন) ভোরে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ কমিশনার আশরাফ হোসেন।

তিনি বলেন, এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

গত ১০ মে রাজধানীর পুরান ঢাকায় বিভিন্ন শাখা থেকে উত্তোলন করা ন্যাশনাল ব্যাংকের ৮০ লাখ টাকার একটি টাকার বস্তা গাড়ি থেকে খোয়া যায় বলে জানানো হয়। এই চাঞ্চল্যকর ঘটনায় রাজধানীর কোতোয়ালী থানায় একটি মামলা দায়ের করে ন্যাশনাল ব্যাংক কর্তৃপক্ষ।

ওই মামলায় চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেন- ওই গাড়ির দায়িত্বে থাকা ন্যাশনাল ব্যাংকের একজন নির্বাহী কর্মকর্তা, গাড়িচালক ও দুজন নিরাপত্তাকর্মী।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই ডা. সাবরিনার বিষয়ে যা বললেন ডিবিপ্রধান
বাংলাদেশ ব্যাংকের টাকা ধার করে চলছে ইসলামী ব্যাংক 
X
Fresh