• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লিবিয়ায় মানবপাচার চক্রের মূলহোতা হাজী কামাল গ্রেপ্তার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ জুন ২০২০, ১৩:৩৯
লিবিয়ায় মানবপাচার

লিবিয়ায় মানবপাচারকারী চক্রের মূলহোতা কামাল হোসেন ওরফে হাজী কামালকে (৫৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৩। লিবিয়ায় ২৬ জন বাংলাদেশি নিহতের ঘটনার পর প্রথম কাউকে গ্রেপ্তার করা হলো।

র‌্যাব-৩ এর অপারেশনস অফিসার আবু জাফর মো. রহমতউল্লাহ জানান, আজ সোমবার ভোরে রাজধানীর শাহাজাদপুর এলাকা থেকে কামাল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

তিনি জানান, নিহত ২৬ জনের মধ্যে বেশ কয়েকজনকে কামাল হোসেন নিজে লিবিয়ায় পাঠিয়েছিলেন। এই ২৬ জন বাংলাদেশিকে লিবিয়ায় পাঠানোর কাজে আরও কয়েকজন জড়িত ছিলেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

র‌্যাবের দাবি, আটক কামাল হোসেনের পাসপোর্ট জব্দ করা হয়েছে এবং পাচারকারী চক্র সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন করা হয়েছে।

এদিকে, লিবিয়ায় মানবপাচারের পর হত্যার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। মাদারীপুরের রাজৈর এবং কিশোরগঞ্জের ভৈরব থানায় মামলা দুটি দায়ের করা হয়। এছাড়া গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আরেকটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে র‌্যাব।

উল্লেখ্য, গত ২৮ মে লিবিয়ার সাহারা মরুভূমি অঞ্চলের মিজদা শহরে ২৬ বাংলাদেশিসহ ৩০ জনকে গুলি করে হত্যা করা হয়। এতে আহত হয় আরও ১১ জন।
এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মানবপাচার রোধে টেকসই সমাধানে গুরুত্বারোপ পররাষ্ট্র সচিবের
ঝিনাইদহে মানবপাচার মামলায় ৩ জনকে যাবজ্জীবন 
X
Fresh