• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঘুষ নিতে গিয়ে গ্রেপ্তার সিটি করপোরেশন কর্মকর্তা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ ফেব্রুয়ারি ২০১৭, ২৩:৩৫

২০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উপ-কর কর্মকর্তা তোফাজ্জেল হোসেন জমাদ্দারকে হাতেনাতে গ্রেপ্তার করলো দুর্নীতি দমন কমিশন - দুদক।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সার্কুলার রোড- ভূতের গলিতে মোস্তফা মোহাম্মদ আলীর কাছ থেকে ঘুষ নেয়ার সময় তাকে তাকে গ্রেপ্তার করেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্র মতে, অযৌক্তিকভাবে মোস্তফা মোহাম্মদ আলীর বাড়ির হোল্ডিং ট্যাক্স অতিরিক্ত নির্ধারণ করে পরে তা কমিয়ে দেয়ার শর্তে তোফাজ্জেল হোসেন ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। মোস্তফা মোহাম্মদ বিষয়টি দুদকের ঢাকা অফিসকে জানালে তোফাজ্জেলকে গ্রেপ্তারের প্রস্তুতি নেয়া হয়।

এদিন ৫০ হাজার টাকার মধ্য থেকে ২০ হাজার টাকা নেয়া হচ্ছিল। এসময় তার দেহ তল্লাশি করে আরো ১ লাখ ২ হাজার টাকা পাওয়া গেছে বলেও জানা গেছে।

দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১’র সহকারি পরিচালক মো. আবদুল ওয়াদুদ আলম বাদি হয়ে রাতেই তোফাজ্জেলের বিরুদ্ধে রাজধানীর কলাবাগান থানায় মামলা করেন।

কে/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh