• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

যাত্রাবাড়ীতে জনসমক্ষে পিটিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১০ মে ২০২০, ২৩:২৭
যাত্রাবাড়ীতে জনসমক্ষে পিটিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাই
ফাইল ছবি

রাজধানীর যাত্রাবাড়ীতে দুই ভাইকে জনসমক্ষে রড দিয়ে পিটিয়ে ফাঁকা গুলি চালিয়ে ৫৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

রোববার (১০ মে) বেলা সোয়া ১১টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে বলে জানান যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম। তিনি জানিয়েছেন তাদের গ্রেপ্তারে অভিযান চলছে।

ওসি আরও জানান, ঘটনাস্থলের আশেপাশে থাকা সিসিটিভি ক্যামেরায় ছিনতাইয়ের ঘটনাটি দেখা গেছে। তাদের সূত্র পেয়েছে পুলিশ। আশা করি ছিনতাইকারীদের দুই থেকে তিনদিনের মাঝে আইনের আওতায় আনা যাবে।

ছিনতাইকারীদের কবলে পড়া দুই ভাই হলেন- সাইফুল ইসলাম সবুজ (৩৫) ও রফিকুল ইসলাম মুকুল (৩০)। তারা দু'জনই ডাচ বাংলা মোবাইলে ব্যাংকিংয়ের এজেন্ট।

আহত দুই ভাই জানান, সোয়া ১১টার দিকে তারা একটি মোটরসাইকেলে করে মতিঝিল ফরেন এক্সচেঞ্জ ব্যাংকে ৫৫ লাখ টাকা জমা দিতে যাচ্ছিলেন। রাস্তায় ৩টি মোটরসাইকেলে আসা ৬ ছিনতাইকারী তাদের গতিরোধ করে এবং লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ফাঁকা গুলি চালিয়ে পালিয়ে যায়।

পরে পথচারীরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে আসে। এ ঘটনায় অজ্ঞাতদের আসামি করে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের চাপায় পড়ে যুবক নিহত
সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, ছুরিকাঘাতে যুবক নিহত
X
Fresh