• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তাকে তলব

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:১৪

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা

র‌্যাবের এএসপি মহিউদ্দিন আহমেদকে তলব করেছেন আদালত। ৪৬ বার সময় নিয়েও তদন্ত প্রতিবেদন না দেয়ায় তাকে তলব করা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মাজহারুল ইসলাম বুধবার এই আদেশ দেন।

সাগর-রুনি হত্যা মামলায় কেন এখনও তদন্ত প্রতিবেদন দেয়া হয়নি তা তদন্ত কর্মকর্তাকে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছেন বিচারক। সেই সঙ্গে মামলার তদন্ত প্রতিবেদন দেয়ার জন‌্য আসছে ২১ মার্চ নতুন তারিখ ঠিক করেন।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর পশ্চিম রাজাবাজারে ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন ৪৮ ঘন্টার মধ্যে খুনিদের গ্রেপ্তারের কথা বলেছিলেন। কিন্তু পরবর্তী খুনিরা গ্রেপ্তার না হওয়ায় সমালোচনার মুখে পড়েন তিনি।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন। থানা পুলিশ হয়ে মামলার তদন্ত ভার যায় ডিবিতে। ৬২ দিন পর ডিবি আদালতের কাছে ব্যর্থতা স্বীকার করলে দায়িত্ব দেয়া হয় র‌্যাবকে। কিন্তু গেলো ৫ বছরেও তারা ওই ঘটনার মীমাংসা করতে পারেনি।

এইচটি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh