• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

জামায়াতের ২৮ নারী সদস্য ফের রিমান্ডে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২০:১৬

অবৈধভাবে সরকার হটানোর ষড়যন্ত্রের অভিযোগে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের ২৮ নারী সদস্যের ফের ১ দিনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

সোমবার ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তে ফের ৭ দিনের রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক (অপারেশন) শরিফুল ইসলাম। অপরদিকে আসামিদের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

পরে ঢাকা মহানগর হাকিম মোহাম্মাদ জাকির হোসেন টিপু ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের অন্যতম নেত্রী পারভীনের (৫৫) ফের ৭ দিনের রিমান্ডের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠায় আদালত।

গেলো ৩ ফেব্রুয়ারি ২৮ জনের ২ দিনের এবং ৪ ফেব্রুয়ারি নামঞ্জুর হওয়া আসামির ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানার তাজমহল রোডের একবাসা থেকে জামায়াতে ইসলামের ২৮ নারী কর্মীকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী ষড়যন্ত্রের নথিপত্র, লিফলেট, বই উদ্ধার করা হয়। আর ৩ ফেব্রুয়ারি পারভীনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh