• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নাশকতা পরিকল্পনাকালে গ্রেপ্তার ২৪

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫১

‘ইসলামী সমাজ’ নামের নতুন সংগঠনের ২৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশ। নাশকতা পরিকল্পনার জন্য এরা গোপন বৈঠক করছিল।

শুক্রবার রাতে নগরীর পাহাড়তলীর ময়ুর ম্যানসন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

শনিবার দুপুরে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা অফিসে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশের উপ-কমিশনার পরিতোষ ঘোষ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা বিভাগের পরিদর্শক কেশব চক্রবর্তীর নেতৃত্বে ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে মতাদর্শ প্রচারের বুকলেট ও লিফলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে চট্টগ্রাম ও টঙ্গি অঞ্চলের দু’প্রধান দায়িত্বশীলও রয়েছে।

পরিতোষ ঘোষ জানান, তাদের জিজ্ঞাসাবাদে জানা গেছে; নতুন সংগঠনের সদস্যরা ওই বাড়িতে জড়ো হয়ে নাশকতা পরিকল্পনা করছিল। গণতন্ত্র এবং প্রচলিত আইন ও শাসন ব্যবস্থাবিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার পাশাপাশি ইসলামী খেলাফত প্রতিষ্ঠার উদ্দেশ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, পুলিশের নজরদারিতে থাকার কারণে সংগঠনটি তেমন কোনো নাশকতা করতে পারেনি। ভবিষ্যতে এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তাদেরও গ্রেপ্তার করা হবে। এই সংগঠনের মূলে কে আছে সে বিষয়ে আরো জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা করার কথা রয়েছে।

আরওয়াই/ডিএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh