• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বইমেলার নিরাপত্তা কয়েক স্তরে

অনলাইন ডেস্ক
  ৩১ জানুয়ারি ২০১৭, ১২:৩১

মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলায় কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বললেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

মঙ্গলবার সকালে বাংলা একাডেমিতে মেলাস্থল দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

পহেলা ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই মেলা। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিকাল ৩টায় বাংলা একাডেমি চত্বরে এ গ্রন্থমেলার উদ্বোধন করবেন।

ডিএমপি কমিশনার বলেন, এবার ‍দু’টি স্থানে বই মেলা হবে। একটি বাংলা একাডেমি চত্বর, অন্যটি সোহরাওয়ার্দী উদ্যান।

তিনি আরো বলেন, বইমেলার আশপাশের এলাকা- শাহবাগ, টিএসসি, নীলক্ষেত ও দোয়েল চত্বরে চেক পোস্ট বসানো হবে।

গ্রন্থমেলায় টিএসসি, দোয়েল চত্বর দিয়ে দু’টো মূল প্রবেশ পথ, বাংলা একাডেমি প্রাঙ্গণে তিনটি পথ, সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশ ও বাহিরের আটটি পথ থাকবে।এবারই প্রথম সোহরাওয়ার্দী উদ্যানে প্রবেশের সুবিধার্থে একটি নতুন সুপ্রশস্ত গেট নির্মাণ করা হয়েছে।

১ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১টা থেকে রাত ৮টা এবং ২১শে ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেলা চলবে।

আরওয়াই/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অপরাধ এর পাঠক প্রিয়
X
Fresh